Monday 12 September 2016

জেনে নিন ঈদুল আযহার সুন্নত সমুহ।

ঈদুল আযহার সুন্নত সমূহ :

ঈদুল আযহার দিনে সর্বমোট 14 টি সুন্নত।

1| খুব সকাল সকাল ঘুম থেকে উটা ।

2| ফজরের নামাজ মহল্লার মসজিদ এ পড়া।

3| মেসওয়াক করা ।

4| গোসল করা ।

5| শরীয়ত অনুমোদিত পোশাক পরিচ্ছেদ        পরিধান করা।

6| সাধ্যমতো উত্তম পোশাক পরিধান করা।

7| আতর ব্যবহার করা।

8| কোনোকিছু না খেয়ে ঈদগাহে যাওয়া এবং সর্বপ্রথম কুরবানীর গোস্ত হতে খাওয়া ।

9| ঈদের নামাজ (ওজর না থাকলে) মসজিদে না পড়ে ঈদের মাটে পড়া।

10| ওজর না থাকলে ঈদগাহে পায়ে হেটে যাওয়া ।

11| উচ্চস্বরে তাকবীর পড়তে পড়তে ঈদগাহে যাওয়া অতঃপর ঈদের মাটে পৌঁছে তাকবীর বন্ধ করা ।

12| এক রাস্তায় ঈদগাহে যাওয়া ও অন্য রাস্তায় প্রত্যাবর্তন করা।

13| সকাল সকাল ঈদগাহে যাওয়া ।

14| ঈদুল আযহার নামাজ যথাসম্ভব সকাল সকাল ও ঈদুল ফিতর এর নামাজ দেরিতে পড়া ।

সবাইকে ঈদুল আযহার মোবারকবাদ।

No comments:

Post a Comment