Friday 9 September 2016

কুরবানির পশুর দুধ পান করা যাবে কি না।

কুরবানীর পশুর দুধ পান করা, কুরবানীর পশুর দুধ পান করা যাবে না। যদি জবাইয়ের সময় আসন্ন হয় আর দুধ দোহন না করলে পশুর কষ্ট হবে না বলে মনে হয় তাহলে দোহন করবে না। প্রয়োজনেওলানে ঠান্ডা পানি ছিটিয়ে দেবে। এতে দুধেরচাপ কমে যাবে। যদি দুধ দোহন করে ফেলে তাহলে তা সদকা করে দিতে হবে। নিজেপান করে থাকলে মূল্য সদকা করে দিবে। [মুসনাদেআহমদ ২/১৪৬, ইলাউস সুনান ১৭/২৭৭, রদ্দুল মুহতার ৬/৩২৯, কাযীখান ৩/৩৫৪, আলমগীরী ৫/৩০১]

No comments:

Post a Comment